Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপূর্ত ঠিকাদার সমিতি সভাপতি-সম্পাদককে দুদকে তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার সমিতির সভাপতি মুশফিকুর রহমান হান্নান এবং সাধারণ সম্পাদক শাহে আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের ঘুষ দিযে সরকারি বৃহৎ নির্মাণ কাজের কার্যাদেশ নেয়া এবং সরকারের শত শত কোটি টাকা আত্মসাৎ, পাচার এবং অবৈ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাদের তলব করা হয়। গতকাল বৃহস্পতিবার পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত তলবি নোটিসে তাদের আগামি ৩ মার্চ হাজির হতে বলা হয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এ পর্যন্ত ২০টি মামলাও দায়ের করে। এ ধারাবাহিকতায় দুই ঠিকাদার নেতাকে তলব করে দুদক টিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপূর্ত ঠিকাদার সমিতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ