পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)র প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদ করেন পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের টিম। টিমের অপর সদস্যরা হলেন, উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান, সহকারি পরিচালক মো. আতাউর রহমান সরকার। জিজ্ঞাসাবাদের মুখোমুখি বেবিচকের অপর দুই কর্মকর্তা হলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাকসুদুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম।
দুদক সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি বেবিচকের তিন কর্মকর্তাকে তলবি নোটিস দেয়া হয়। তাতে উল্লেখ রয়েছে, প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী ও কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের বরখাস্তকৃত প্রকল্প পরিচালক মো. আমিনুল হাসিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরষ্পর যোগসাজশনে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন। ব্যক্তিগত ভাবে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন-মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।