প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য বায়োপিকে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভ। জানা যায়, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটিতে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর আরিফিন শুভ ভারতের মুম্বাইতে গিয়েছেন। গত সোমবার সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগালের উপস্থিতিতে চুক্তিপত্রে সই করেছেন তিনি। তবে পরিচালক শ্যাম বেনেগাল বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তিনি বিষয়টি অনেকটা রহস্যের মধ্যে রেখে দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ ব্যাপারে আমার কিছু বলা শোভা পায় না। এ চলচ্চিত্র উভয় সরকারের প্রযোজনায় নির্মিত হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকেই আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন। তিনি জানান, খুব শিগগিরই সরকারের কাছ থেকে বঙ্গবন্ধুসহ অন্যান্য ভ‚মিকায় কারা অভিনয় করছেন, শিল্পীদের সেই নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।সেই তালিকায় বাংলাদেশের শিল্পীরা সংখ্যায় অনেক বেশি হলেও ভারতেরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী থাকছেন। এদিকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য এই বায়োপিকে বঙ্গবন্ধুর মা সায়রা বানুর চরিত্রের জন্য আগেই চূড়ান্ত হয়েছেন বাংলাদেশের প্রবীণ অভিনেত্রী দিলারা জামান। এছাড়া খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ চূড়ান্ত হয়েছেন। চলচ্চিত্রটি বাংলা ভাষায় নির্মিত হচ্ছে। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।