Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজী নোয়াব আলী আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া শেষ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৮ পিএম

ঢাকার ডেমরার সারুলিয়া পূর্ব বক্সনগরস্থ হাজী নোয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কে এম এস প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান আলহাজ হাফেজ মো. হাবিবুল্লাহ কাঁচপুরী। হাজী মো. জয়নাল হাজারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ইব্রাহিম খলিল, মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, মো. খোরশেদ আলম নাদিম ভূঁইয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মো. জয়নাল আবেদীন ও প্রধান শিক্ষিকা মোসাম্মৎ হাফিজা আক্তার উর্মি।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ‘আজকের ছাত্র ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র ছাত্রীদের কঠোর সাধানার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ