Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রিয়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

অস্ট্রিয়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী উল্লেখ করে দিল্লীর অস্ট্রিয়ান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ড. রবার্ট লাক বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে চমকপ্রদ বলে উল্লেখ করেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে নিয়মিত যোগাযোগকে গুরুত্বপূর্ণ নিয়ামক অভিহিত করে আগামীতে চট্টগ্রামে বিটুবি মিটিং করা হবে বলে জানান।

গতকাল বুধবার চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলমের সাথে অস্ট্রিয়া বাণিজ্য প্রতিনিধিদলের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিনিধিদল নেতা একথা বলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার চমকপ্রদ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র বিজনেস অ্যানালিস্ট ডরিস জোনস, চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মো. আবদুল মান্নান সোহেল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রিয়ান দূতাবাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ