Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৫ হাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বৈশ্বিক ব্যাংক এইচএসবিসি ঘোষণা দিয়েছে, ২০১৯ সালে তাদের মুনাফা ৫৩ শতাংশ কমে যাওয়াতে বিশ্বজুড়ে তারা ৩৫ হাজার কর্মী ছাঁটাই করবে। আগামী তিন বছরের মধ্যে এই লোকবল ছাঁটাইয়ের কাজ সম্পন্ন করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। ব্যাংকটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নোয়েল কুইন মঙ্গলবার জানিয়েছেন, ৪.৫ বিলিয়ন ডলার ব্যয় সংকোচন করতে বৈশ্বিক জনবলের ১৫ শতাংশ ছাঁটাই করা হবে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা ২০২২ সালের মধ্যে লোকবল ২ লাখ ৩৫ হাজার থেকে ২ লাখে নিয়ে আসা। এটি আমাদের ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠনের কর্মস‚চি। বিশ্বের ৬৪টি দেশে কার্যক্রম পরিচালনা করা ব্যাংকটি জানিয়েছে, লোকবল ছাঁটাইয়ের পরিকল্পনা গ্রহণ করলেও এবার ৩.৩ বিলিয়ন পাউন্ড বোনাস দেওয়া হবে। যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি। ২০১৯ সালের আগস্টে দায়িত্ব নেওয়া কুইন এখন পর্যন্ত ২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড পেয়েছেন। এর মধ্যে বোনাস ৬ লাখ ৬৫ হাজার পাউন্ড। গার্ডিয়ান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ