Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিম-আল আমিনে বিসিবির প্রতিরোধ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ২:৪৮ পিএম

৬৯/৫। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে এমনই চাপে পড়েছিল বিসিবি একাদশ। তবে তানজিদ হাসান তামিম এবং আল আমিনের ব্যাটে চাপ কাটিয়ে উঠেছে স্বাগতিক দল। উভয় ব্যাটসম্যানই ফিফটি তুলে নিয়েছেন।

এ প্রতিবেদন লেখার সময় বিসিবির সংগ্রহ ৫২ ওভারে ৫ উইকেটে ২২৭ রান। আল আমিন ৭৫ ও তানজিদ হাসান ৮৯ রান নিয়ে ব্যাট করছেন।

২০ রানের মাথায় মোহাম্মদ নাঈমকে (১১) ফেরান মুম্বা। বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদুল হাসান জয়। তিনি ২৫ রানেই ফিরে যান মাত্র ১ রান করে। মাহমুদুল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। খানিকবাদে ফিরে গিয়েছেন শাহাদাত হোসেনও (২)। ৩৯ রানে ৩ উইকেট হারানো বিসিবি একাদশকে উদ্ধার করার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন।

যুব বিশ্বকাপের ফাইনালে ৪৭ রানের ইনিংস খেলা ইমন আউট হয়েছেন ৩৪ রানে। এই রান তিনি করেছেন ৬৬ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায়। স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ফিরে গিয়েছেন ১ রানে।

৬৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া বিসিবি একাদশকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন তানজিদ হাসান তামিম ও আল-আমিন জুনিয়র। ষষ্ঠ উইকেটে তারা শতাধিক রানে জুটি গড়েছেন। দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তামিম ও আল-আমিনের ব্যাটে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোচ্ছে বিসিবি।

প্রথমদিন প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে জিম্বাবুয়ে। গতকাল (মঙ্গলবার) প্রথম দিন শেষে তারা ৭ উইকেটে স্কোরবোর্ডে জমা করেছে ২৯১ রান। আজ (বুধবার) দ্বিতীয় দিনে তারা এই রানেই ইনিংস ঘোষণা করেছে।

এর আগে গতকাল বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে জিম্বাবুয়েকে দারুন শুরু এনে দেন দুই ওপেনার প্রিন্স মাসভুরে ও কাসুজা। মধ্যাহ্ন বিরতির পুর্বে কোনো সাফল্যই পায়নি বিসিবি একাদশের বোলাররা।

বিরতির পর ১০৫ রানে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন করেছেন আল-আমিন জুনিয়র। আউট হয়ে যান প্রিন্স মাসভুরে। তিনি ৪৫ রান করেছেন ৭৭ বলে সাত চারের সৌজন্যে। মাসভুরে সাজঘরে ফিরতেই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং। শাহাদত হোসেনের তোপের মুখে একের পর এক উইকেট হারায় জিম্বাবুয়ের। শাহাদাত একাই নেন ৩ উইকেট ।

এরপর জিম্বাবুয়েকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন মুম্বা-এনলাভু জুটি। দিন শেষে এই জুটি অবিচ্ছন্নই রয়ে গেছে। মুম্বা ১০৫ বলে ৫৪ রানে অপরাজিত আছেন। এনলাভু অপরাজিত ২৫ রানে। বিসিবি একাদশের হয়ে সবচেয়ে সফল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অফ স্পিনার শাহাদাত। তিনি ১৬ রানের বিনিময়ে পেয়েছেন ৩ উইকেট। ৪০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আল আমিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ