Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ২:১৯ পিএম

বরগুনার পাথরঘাটায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.ই.এম ইসমাইল হোসেন এ রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে বরগুনার পাথরঘাটা উপজেলার আমতলা গ্রামের বাচ্চু হাওলাদার (৫৫) তার স্ত্রী হামিদাকে হত্যা করে খালের পাড়ে মাটিতে পুঁতে রাখেন।

পরে নিহতের স্বজন ও প্রতিবেশীদের চাপে বাচ্চু ঘটনা স্বীকার করেন। পরে হামিদার মা জাহানারা বাদী হয়ে পাথরঘাটা থানায় বাচ্চুকে আসামি করে এক হত্যা মামলা দায়ের করেন। ১১ বছর বিচারাধীন থাকার পর বুধবার বাচ্চুকে ফাঁসির দণ্ডাদেশ দেন আদালত। রায় প্রদানের সময় আসামি বাচ্চু আদালতে উপস্থিত ছিলেন।
নিহতের মা হামিদা বেগম জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি। আশা করি দ্রুত রায় কার্যকর হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁসির আদেশ

১৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ