Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ঘরের মাঠে পিএসএল আয়োজন আমাদের বড় সাফল্য’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৫ পিএম

পিএসএলে কোন তারকা কোন দলে২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলা হওয়ার পর থেকে ক্রিকেটে নির্বাসিত ছিল পাকিস্তান। তবে গত কয়েক বছরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো দলগুলো পাকিস্তান সফরে যাওয়ায় দেশটির আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের দাবি বেড়েছে। এই দলগুলোর বাইরে অনেক তারকাদের নিয়ে গড়া বিশ্ব একাদশ তিনটি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তানে। ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ১২ জনের একটি দল চারটি প্রীতি ম্যাচ খেলতে এই মুহূর্তে আছে পাকিস্তান সফরে, যে দলের অধিনায়ক এমসিসি সভাপতি ও শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। পিএসএল নিজেদের মাটিতে আয়োজনের সাহস তাই করতেই পারে পাকিস্তান।

এসব ঘটনা এককভাবে পিএসএল আয়োজনের পক্ষে সিদ্ধান্ত নিতে সাহস যুগিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি, ‘ঘরের মাঠে টেস্ট ক্রিকেট ফেরানোর পর সম্পূর্ণ পিএসএল আয়োজন আমাদের বড় সাফল্য। এটা পাকিস্তানের লিগ এবং ঘরের মাঠের দর্শকদের সামনেই এটা খেলা উচিত। ক্রিকেটের জন্য পাকিস্তান যে এখন অনেক নিরাপদ, বিশ্বকে জানানোর এর চাইতে বড় সুযোগ আর হতে পারে না।’

পিসিবি সভাপতিকে আরও একটু উজ্জ্বীবিত করেছে সাঙ্গাকারার বক্তব্য, ‘নিরাপত্তা ইস্যু বিশ্বের সবখানেই আছে। শুধু পাকিস্তানে নয়। বেশ কয়েক বছর ধরে যে পদক্ষেপ তারা (পাকিস্তান) নিয়েছে, তাতে পরিবেশ অনেক উন্নত হয়েছে। তাদের (পিসিবি) আত্মবিশ্বাসও তুঙ্গে পৌঁছেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ