নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ মার্চ পর্যন্ত একমাসেরও বেশি সময় ধরে চলবে এই টুর্নামেন্ট। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতান-এই চারটি শহরে হবে ম্যাচগুলো। দল ছয়টি-ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। গ্রুপে ৩০টি ম্যাচের পর ফাইনাল পর্যন্ত নকআউট পর্বে ম্যাচ ৪টি-মোট ৩৪টি ম্যাচের টুর্নামেন্ট।
চলুন দেখে নেয়া যাক কোন দলে কোন তারকারা খেলছেন।
ইসলামাবাদ ইউনাইটেড : শাদাব খান (অধিনায়ক), আহমেদ শাফি আবদুল্লাহ, আকিফ জাভেদ, আমাদ বাট, অসিফ আলী, ফাহিম আশরাফ, হুসেন তালাত, কলিন ইনগ্রাম, ডেভিড মালান, মুহাম্মদ মূসা, কলিন মানরো, রিজওয়ান হোসেন, লুক রনকি, রুম্মন রইস, সাইফ বাদার, ফিল সল্ট, ডেল স্টেইন, জাফর গোহার, র্যাসি ফন ডার ডুসেন।
করাচি কিংস : ইমাদ ওয়াসিম (অধিনায়ক), আমির ইয়ামিন, আলি খান, আরশাদ ইকবাল, আওয়াইস জিয়া, বাবর আজম, ক্যামেরন ডেলপোর্ট, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, ক্রিস জর্ডান, মিচেল ম্যাকঘ্লান, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শারজিল খান, উমাইদ আসিফ, উমর খান, উসামা মির, চাদউইক ওয়ালটন, ড্যান লরেন্স, লিয়াম প্লাঙ্কেট।
লাহোর কালান্দার্স : সোহেল আকতার, দিলবার হুসেন, বেন ডাঙ্ক, ফাইজান খান, ফখর জামান, হারিস রাউফ, জাহিদ আলি, ক্রিস লিন, মোহাম্মদ হাফিজ, সামিত প্যাটেল, সিকুজে প্রসন্ন, রাজা ফারজান, সালমান বাট, শাহীন শাহ আফ্রিদি, উসমান শেনওয়ারি, ড্যান ভিলাস, ডেভিড ওয়াইস, লেন্ডেল সিমন্স।
মুলতান সুলতানস : শান মাসুদ (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোহাম্মদ ইরফান, জেমস ভিন্স, জুনায়েদ খান, মইন আলি, রিলে রুশো, জিশান আশরাফ, রবি বোপারা, সোহেল তানভীর, আলি শফিক, খুশদিল শাহ, উসমান কাদির, ফাবিয়ান আলিন, মোহাম্মদ ইলিয়াস, রোহাইল নাজির, ইমরান তাহির, বিলওয়াল ভাট্টি, ওয়েন ম্যাডসেন।
পেশোয়ার জালমি : ড্যারেন স্যামি (অধিনায়ক), হাসান আলি,কাইরান পোলার্ড, ওয়াহাব রিয়াজ, কামরান আকমল, ইমাম-উল-হক, উমর আমিন, টম ব্যান্টন, শোয়েব মালিক, লিয়াম ড্যাসন, মোহাম্মদ মহসিন, রাহাত আলি, লুইস গ্রেগরি, আদিল আমিন, আমির খান, আমির আলি, লিয়াম লিভিংস্টোন, হায়দার আলি, কার্লোস ব্যাথওয়েট।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স : সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, শেন ওয়াটসন, আহমেদ শেহজাদ, উমর আকমল, মোহাম্মদ হাসনাইন, আসহান আলি, নাসিম শাহ, জেসন রয়, বেন কাটিং, ফাওয়াদ আহমেদ, সোহেল খান, টাইমাল মিলস, আবদুল নাসির, আরিস আলি খান, আজম খান, কিমো পল, খুররাম মনজুর, জাহিদ মেহমুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।