Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-পাকিস্তান সিরিজের আশা শোয়েবের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৮:১৬ পিএম

ভারত-পাকিস্তান। এই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক বন্ধ রয়েছে বহুদিন ধরে। একমাত্র আইসিসি টুর্নামেন্ট ছাড়া দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখিই হয় না। দ্বিপাক্ষিক সিরিজ চালু করার বিষয়ে দুই দেশের বহু ক্রিকেটার আগেও গলা ফাটিয়েছেন। এবার এই বিষয়ে সরব হলেন শোয়েব আখতার। দ্বিপাক্ষিক সিরিজ চালু না হলে দুই দেশের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ করার পক্ষে মত দিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

প্রাক্তন পাক পেসার তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ভারত ও পাকিস্তান যদি ক্রিকেট না খেলে, তা হলে বাণিজ্য-সহ সব কিছুই বন্ধ হওয়া উচিত। যখনই ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটের কথা ওঠে, তখনই শুরু হয় রাজনীতির খেলা। দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ হলে অর্থ উপার্জন হবে, ফ্যান ফলোয়িং বাড়বে, নতুন তারকার উদয় হবে। ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে কেমন খেলে, তা দেখার জন্য আমরা সবাই তাকিয়ে।’

সম্প্রতি ভারত সরকারের অনুমতি না নিয়ে ভারতের একটি দল পাকিস্তানে গিয়েছিল কাবাডি বিশ্বকাপে অংশ নিতে। ফাইনালে পাকিস্তান হারায় ভারতকে। তার পরেই শোয়েব বলেন, ‘আমরা দুই দেশ যদি একে অপরের বিরুদ্ধে কবাডি, ডেভিস কাপ খেলতে পারি, তাহলে ক্রিকেট খেলতে পারব না কেন? ভারত যদি পাকিস্তানে এসে খেলতে না চায় বা পাকিস্তান যদি ভারতে গিয়ে না খেলে, তাহলে নিরপেক্ষ দেশের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ করা হোক।’

শোয়েব মনে করেন, যেকোনো দেশ পাকিস্তানে গিয়ে নিরাপদে খেলতে পারে। তিনি বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা আয়োজক দেশ। ভারত এর প্রমাণ আগেও পেয়েছে। বীরেন্দ্র শেবাগ, সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকারকে আমরা খুব ভালবাসি। আমাদের মধ্যে দূরত্বের জন্য ক্রিকেট বন্ধ করে দেওয়া উচিত নয়। আশা করি, খুব শীঘ্রই ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ