Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আহনাফের চিকিৎসায় সাহায্যের আবেদন

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কুরআনে হাফেজ আহনাফ। একুশ বছরের তরুণ। যে বয়সে পড়াশুনা-খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা সে বয়সে জটিল এক রোগ বাসা বাঁধে তার কচি শরীরে। ইবনে সিনার সহকারী অধ্যাপক ডা. মো. লুতফর রহমান চৌধুরী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, আহনাফ কঠিন রোগে আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞানে এই রোগের নাম পিএলআইডি। তাকে সুস্থ করতে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা জরুরি। এতে লাখ লাখ টাকার প্রয়োজন।
শেরপুর সদর উপজেলার পাকুরিয়া তিরছা গ্রামের দরিদ্র মো. রেজাউল করিমের ছেলে হাফেজ মো. আহনাফ নিয়াজ (২১)। আহনাফ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় মুন্সিবাগ দারুলকারার ইসলামীয়া আলিম মাদরাসায় আলিম জামাতে অধ্যায়নরত। অসুস্থতার কারণে পড়াশুনা নিয়মিত হচ্ছে না।
ক্ষুদ্র ব্যবসা করে রেজাউল করিমের পক্ষে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালানোই কঠিন। তার ওপর অসুস্থ ছেলের চিকিৎসা খরচ।
চিকিৎসা খরচ বহন করতে না পেয়ে বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, হদয়বান ব্যক্তিদের নিকট ছেলের চিকিৎসা জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
মো. রেজাউল করিম
হিসাব নং ১১৯১৫১০২৫৩৪৩৪
ডাচ বাংলা ব্যাংক,
ধনিয়া শাখা, ঢাকা।
মোবাইল ০১৩১১২০৮৪১০ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহনাফের চিকিৎসা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ