নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত বছর ফুটবল ক্যারিয়ারে ইতি টেনেছেন বিশ্বকাপজয়ী তারকা ইকার ক্যাসিয়াস। তবে ফুটবল থেকে দূরে যাচ্ছেন না স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এ গোলরক্ষক। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে লড়বেন তিনি। নিজের ব্যক্তিগত টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এ তথ্য।
এ পোস্টে তিনি বলেন, ‘আমরা আমাদের প্রার্থিতার ক্ষেত্রে অত্যন্ত শ্রদ্ধা নিয়ে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি। ২৩ হাজারেরও বেশি ভোটার সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য আমাদের জন্য অপেক্ষা করছে। ১৩৯ টি সংসদ সদস্য সিদ্ধান্ত নেবেন।’
তিনি আরও বলেন, ‘হ্যাঁ, নির্বাচন ডাকা হলে আমি নিজেকে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করব। একসাথে আমরা আমাদের ফেডারেশনকে বিশ্বের সেরা ফুটবলের শীর্ষে রাখব। আমি যে ভালবাসা পেয়েছি তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারদের সমর্থন আমাকে উৎসাহিত করবে।’
২০১৮ সাল থেকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন লুইস রুবেলস। প্রথম দিকে ধারনা করা হচ্ছিল হয়ত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন রুবেলস। তবে এখন কিংবদন্তি গোলরক্ষক ক্যাসিয়াসের সাথে লড়তে হবে রুবেলসকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।