Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিস্তায় পানি বৃদ্ধি ভাঙন অব্যাহত

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন অব্যাহত রয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে এ ভাঙন অব্যাহত থাকায় মানুষজন আতঙ্কে দিন রাত কাটাচ্ছে। তিস্তায় একের পর ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ, আবাদি জমি, গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘর-বাড়ি। হুমকির মুখে পড়েছে মূল বাঁধসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও শত শত ঘর-বাড়ি পানি উন্নয়ন বোর্ড কিছু এলাকায় জিও ব্যাগে ও বস্তায় বালু ফেললেও অনেক স্থানে তা ফেলানো হচ্ছে না।
গতকাল সরেজমিনে দেখা যায়, গান্নান পাড় ও পাইকান হাজীপাড়া, পীরপাড়া এলাকায় ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলানো হচ্ছে। সাউদ পাড়া এলাকা ভাঙন অব্যাহত থাকলেও সেখানে বালুর বস্তা ফেলানো হচ্ছে না। ফলে তিন তলাবিশিষ্ট সাউদ পাড়া ইসলামীয়া বহুমুখী মাদরাসাটিসহ সেখানে অবস্থিত ডাকঘর, এতিমখানা, মসজিদ ও ঘর-বাড়ি হুমকিরমুখে পড়েছে। এলাকাবাসী জানায়, ভারতের কারণে তিস্তায় পানি বাড়া-কমা খেলায় ভাঙনে আমার সর্বশান্ত হচ্ছি। দ্রæত ভাঙন ঠেকানোর ব্যবস্থা না নিলে মাত্র ৫০ ফুট দূরে অবস্থিত তিন তলাবিশিষ্ট সাউদপাড়া মাদরাসাটিসহ এসব প্রতিষ্ঠান রক্ষা করা যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিস্তায় পানি বৃদ্ধি ভাঙন অব্যাহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ