Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নক আউটে পর্বে মুখোমুখি লিভারপুল-অ্যাতলেটিকো, পিএসজি-বরুশিয়া

চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৯ পিএম

আজ মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন। প্রথম লেগে চ্যাম্পিয়ন লিভারপুলকে আতিথ্য দেবে আতলেতিকো মাদ্রিদ। অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ পিএসজি। দুটি ম্যাচই শুরু হবে রাত ২টায়। সেই ওয়ান্ডা মেট্রোপলিটানো। লিভারপুলের স্বপ্নযাত্রার শুরুটা যেখানে। এরপর গল্পটা শুধুই রেকর্ড ভাঙা গড়ার। চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠবারচ্যাম্পিয়ন হবার পয়া ভেন্যু আবারো অপেক্ষায় ক্লপ এন্ড কোম্পানির। তবে এবার মাদ্রিদের আইকনিক স্টেডিয়ামের সমর্থনের প্রায় পুরোটাঅ্যাটলেটিকোর জন্য।

তবে হোম অ্যাডভানটেজ কতটা কাজে লাগবে তা সময়ই বলে দেবে। ইউরোপা চ্যাম্পিয়ন লিভারপুল ইংলিশ লিগে অবিশ্বাস্য ফর্মে। ২৬ রাউন্ড শেষে দ্বিতীয় দলের সাথে রেডদের ব্যধান ২৫। সালাহ ফিরমিনো মানের ফ্যাবুলাস ট্রায়ো আরো একবার জ্বলে ওঠার অদম্য অপেক্ষায়। আর রক্ষনটা যেনো গ্রেট ওয়াল। শেষ ১০ লিগ ম্যাচে লিভারপুল রিসিভ করেছে মাত্র ১ গোল। অ্যালিসনকে ফাকি দেয়ার সাধ্য কার।

বিপরীতে লা লিগায় অ্যাটলেটিকোর অবস্থান চার নম্বরে। তবে অনুপ্রেরণার উপাদান আছে অনেক। মাস্টার ট্যাকটিশিয়ান দিয়োগো সিমিয়নের অধীনে নক আউট স্টেজে ঘরের মাঠে কখনই হারেনি অ্যাটলেটিকো। আর লিভারপুল শেষ পাচ ম্যাচে স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে জয়হীন। দুদলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য সমানে সমান। চার দেখায় উভয় দল জিতেছে ১ টা করে।

এদিকে সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের আতিথ্য নেবে পিএসজি। প্যারিসের জায়ান্টের অ্যাওয়ে পরীক্ষায় বড় স্বস্তি ফিট আলোচিত নেইমার। তবে বড় মঞ্চে অচেনা প্যারিসের জায়ান্টরা। শেষ তিন ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে পেরুতে পারেনি রাউন্ড অব সিক্সটিনের বাধা। ২০১০-১১ মৌসুমে ইউরোপা লিগে দেখা হয়েছিল ডর্টমুন্ড-পিএসজির। ড্র হয়েছিল দুই লেগই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ