Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় চুরির উদ্দেশে খাদ্যে মেশানো চেতনানাশকের বিষক্রিয়ায় শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৩:১২ পিএম

সাতক্ষীরায় চুরির জন্য খাদ্যে মেশানো চেতনানাশকের বিষক্রিয়ায় আশুতোষ সাধু নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিক্ষক আশুতোষ সাধু সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত বিষন্নপদ সাধুর ছেলে।

পারিবারিক সূত্রে জানাগেছে, চুরির করার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি রাতে লুকিয়ে শিক্ষক আশুতোষ সাধুর বাড়ির খাদ্যে চেতনানাশক মিশিয়ে দেয় চোরেরা। ওই খাদ্য খেয়ে রাত ৯টার দিকে আশুতোষ সাধু, তার স্ত্রী ঝর্না সাধু এবং মেয়ে ঘুমিয়ে পড়েন।

এরপর রাত ১১টার দিকে ৪-৫ জন তাদের ঘরে প্রবেশ করে তাদের জিনিপত্র লুট করার সময় আশুতোষ সাধুর স্ত্রী ঝর্না দেখতে পান।

এক পর্যায়ে আশুতোষ সাধুর স্ত্রী ঝর্না লুটপাটে বাধা দিলে তার সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এরপর আশুতোষের স্ত্রী ঝর্ণা দেখতে পান তার স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় তার মুখ দিয়ে গ্যাজা বের হচ্ছে। এর কিছুক্ষণ পর তার অসুস্থ হয়ে পড়েন আশুতোষ সাধুর স্ত্রী ঝর্ণা ও তার মেয়ে।

রাতেই তাদের সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশুতোষ সাধুর অবস্থার অবনতি হলে পরদিন সোমবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে আশুতোষ সাধু মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তবে, তার স্ত্রী ও মেয়ে বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানাগেছে।

এ বিষয়ে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনু মালি জানান, খাদ্যে বিষক্রিয়ায় আশুতোষের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তবে আশুতোষ সাধুর পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ