Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাটখিলে কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ডাক্তারের ৪ মাসের জেল

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : চাটখিল পৌর শহরের মনির ডেন্টালের ডাঃ আবদুর রহমান রাজু (২৫)-কে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। রোববার দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবরাউল হাসান মজুমদার তার কার্যালয়ে শুনানি শেষে রাজুকে ৪ মাসের বিনাশ্রম কারাদÐের আদেশ দেন। জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে ওই ছাত্রী তার পিতা ও মাতাকে নিয়ে মনির ডেন্টালে দাঁত তুলতে যায়। দাঁত তোলার পর ও ওই ডাক্তার ছাত্রীকে তার ব্যক্তিগত কক্ষে নিয়ে যায়। এ সময় ওই ছাত্রীর মাকে কক্ষে যেতে বাধা দেয়। কক্ষে নিয়ে ছাত্রীর সাথে অশালীন আচরণ করার চেষ্টা করে। একপর্যায়ে ছাত্রী কক্ষ থেকে বের হয়ে আসে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে থানায় অভিযোগ করলে রাতেই পুলিশ ডাঃ আবদুর রহমান (রাজু)-কে আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাটখিলে কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ডাক্তারের ৪ মাসের জেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ