Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধন্যবাদের অন্যবাদ

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রতি ঈদেই ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’। নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৮:৫০ মিনিটে। হানিফ সংকেতের ঈদ নাটকের-নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের একটি বাড়তি আকর্ষণ থাকে। প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে জামাল। ঢাকা শহরে আসে কাজের উদ্দেশে। কিন্তু টাকা ছাড়া কোথাও সুযোগ হয় না তার। গ্রামের সহজ-সরল মেয়ে পারুল ভালোবাসে জামালকে। জামালের ভীষণ ইচ্ছে সে নায়ক হবে। তার এই নায়ক হতে গিয়েই ঘটে নানান ঘটনা-এইসব ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’। নাটকটিতে জামাল চরিত্রে মীর সাব্বির এবং পারুল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, শামীমা নাজনীন, তারিখ স্বপন, জামিল, সিমা, নজরুল ইসলামসহ আরো অনেকে এবং অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়।



 

Show all comments
  • Asaduzzaman Nirjhar ৫ জুলাই, ২০১৬, ১১:৫১ এএম says : 0
    Wow...Wow....such a low life cultures being adopted in Bangladesh...WoW! Picture itself shows how low the taste is.....low lives!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধন্যবাদের অন্যবাদ

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ