Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মেয়ের পুরস্কার দেখে কাঁদলেন চাঙ্কি পান্ডে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ৯:১৯ পিএম

প্রায় চার দশক হয়ে গেলেন বলিউডে অভিনয় করছেন চাঙ্কি পান্ডে। কমেডি থেকে সিরিয়াস, সব চরিত্রেই প্রমাণ করেছেন তার অভিনয় দক্ষতা। কিন্তু পুরস্কারের তালিকা শূন্য। একাধিকবার ফিল্মফেয়ারের জন্য মনোনয়ন পেয়েছেন। কিন্তু বরাটে জোটেনি একটিও। তাই মেয়ে অনন্যা যখন এবছর ফিল্মফেয়ার পুরস্কার পেলেন, কেঁদেই ফেললেন তিনি। কথা প্রসঙ্গে একথা জানালেন চাঙ্কি পান্ডে নিজেই।

এবছর ৬৫তম ফিল্মফেয়ারের আসর বসেছিল অসমের গুয়াহাটিতে। আন্তর্জাতিক মঞ্চে অস্কারের মতোই ভারতীয় চলচ্চিত্র জগতে ফিল্মফেয়ারের গুরুত্ব। প্রত্যেক বছরের মতো এবারেও সিনেপ্রেমীরা বেশ কৌতূহলী এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে। কোন বিভাগে কে সেরার পুরস্কার জিতলেন, তা জানতে আগ্রহী অনেকেই। এবার ফিল্মফেয়ারের মঞ্চে বাজিমাত করেছে গালি বয়, সেখবর আগেই প্রকাশ্যে এসেছে। অনুষ্ঠানে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন অনন্যা পান্ডে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির জন্য পুরস্কার পান তিনি। মেয়ের এমন সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েন চাঙ্কি।

একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেতা বলেন, ৩৪ বছর হয়ে গেল তিনি অভিনয়ের সাথে যুক্ত। ‘তেজাব’, ‘বেগম জান’, ‘হাউসফুল’ ও ‘আপনা স্বপ্না মানি মানি’র মতো অনেক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। এর মধ্যে ‘তেজাব’, ‘আপনা স্বপ্না মানি মানি’ ও ‘হাউসফুল ২’-এর জন্য ফিল্মফেয়ারে মনোনয়নও পেয়েছিলেন। কিন্তু কখনও ফিল্মফেয়ার জিতিনি। সেই শূন্যস্থান পূরণ করলেন অনন্যা। শনিবার রাতে যখন অনন্যা সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে পুরস্কার জেতেন, কেঁদে ফেলেছিলেন চাঙ্কি। বিশ্বাসই হচ্ছিল না তাঁর যে ফিল্মফেয়ার শেষমেশ তাঁদের বাড়ি আসছে। তিনি এতদিন যা পারেননি, তাই করে দেখিয়েছেন তাঁরই মেয়ে অনন্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঙ্কি পান্ডে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ