Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরের ৭ পরিবারের ঈদ আনন্দ মøান

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আবুল হাসান সোহেল, মাদারীপুর থেকে

দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার একই গ্রামের সাত যুবক। তাদের পরিবারে চলছে কান্নার রোল। ঈদের আনন্দ ভাগ্যে নেই পরিবারগুলোতে। এলাকা ঘুরে জানা যায়, মালয়েশিয়া যাওয়ার কথা বলে রাজৈরের আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সাতজন যুবককে গত বছর ১৫ মার্চ ঢাকা নিয়ে যায় বাজিতপুর ইউনিয়নের পাখুল্যা গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য সাদেক বয়াতী ও এহছাক মল্লিক। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন সাত যুবক। নিখোঁজরা হলেন- চেলিগ্রামের বান্দু মাতুব্বরের ছেলে হান্নান মাতুব্বর (২৮), সোহরাব মাতুব্বরের ছেলে জহিরুল মাতুব্বর (২০), আবেদ আলীর ছেলে রাসেল মোল্লা (২১), মতি শেখের ছেলে হানিফ শেখ (১৮), জাহাঙ্গীর খাঁর ছেলে ওবায়দুর খাঁ (১৬), তৈয়ব আলী খাঁয়ের ছেলে অহিদুল খাঁ (১৮) এবং কাজল খাঁর ছেলে বিনাদ খাঁ (২৪)। তেলিকান্দিগ্রামের বাসিন্দা ইউনুস মিয়া জানান, মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে বাজিতপুর ইউনিয়নের পাখুল্যা গ্রামের মানব পাচারকারী দালালচক্রের সদস্য সাদেক বয়াতী এছাহাক মল্লিক ওই সাত যুবকের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। নিখোঁজ বিনাদের মা ফরিদা বেগম জানান, দালালরা তার ছেলে বিনাদকে মালয়েশিয়া যাওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেয়। টাকা দিলে গতবছর ১৫ মার্চ তার ছেলেকে নিয়ে যায় দালালরা। এরপর কোন খোঁজ মেলেনি তার। ছেলেকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। নিখোঁজ রাসেলের বাবা আদিলউদ্দিন মোল্লা জানান, তার ছেলেকে জিম্মি করে বিভিন্ন কায়দায় টাকা চাচ্ছে দালালরা। কখনো বলছে থাইল্যান্ডে আছে, কখনো বা বলছে মালয়েশিয়ায়। ছেলে আদৌ কোথায় আছে কেউ জানে না। পরিবারগুলোর লোকেরা বলেন, একটু সুখের আশায় বহু কষ্ট করে টাকা জোগার করে দালালদের কাছে নিজের প্রিয়জনকে হাতে তুলে দিলে তাদের নিখোঁজ হওয়া সংবাদ কত যে কষ্টের তা নিজের না হলেও বোঝার উপায় নেই। নিখোঁজ প্রিয়জনের খোঁজ না পাওয়া পর্যন্ত ঈদের আনন্দ কপালে নেই। প্রিয়জনের খোঁজের আশায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে দিন রাত পার করছি। কবে নিখোঁজদের সন্ধান মিলবে সে আশায় পথের দিকে চেয়ে আছি। প্রাপ্ত তথ্যে শেষ খবর অনুযায়ী জানা যায়, নিখোঁজদের স্বজনরা ঘটনার ব্যাপারে মামলা করেছে। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। মাদারীপুরের পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের মানব পাচারকারী ও দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে কেউ যাতে এই ধরনের কার্যকলাপ করতে সাহস না পায় সেই পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘নিখোঁজদের পরিবারের অভিযোগ পেলে তাদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুরের ৭ পরিবারের ঈদ আনন্দ মøান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ