প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সারিকা সাবাহ এই প্রজন্মের অভিনেত্রী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ ঝুমুর চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। এ কারণে অভিনয়ে তার ব্যস্ততা বেড়েছে। সাম্প্রতিক সময়ে তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘অন্য প্রেমের গল্প’, ‘তবুও তুমি’, ‘মেয়ে’, ‘মন ছুঁতে চাই’ , ‘ও ডাক্তার’ ইত্যাদি। তবে সারিকা সাবাহ স্বীকার করেন তার আজকের এই অবস্থান সৃষ্টি হয়েছে ঝুমুর চরিত্রে অভিনয় করে। ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকের নির্মাতা থেকে শুরু করে প্রত্যেক শিল্পীই তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। অভিনয়ে তার অনুপ্রেরণা সুবর্ণা মুস্তাফা ও জয়া আহসান। সারিকা আদনান আল রাজীবের একটি বিজ্ঞাপনে প্রথম মডেল হিসেবে কাজ করেন। পরবর্তীতে মোস্তফা সরয়ার ফারুকী, রেদওয়ান রনি, আশফাক উজ্জামান বিপুল’সহ আরো অনেকের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৭ সালে সারিকা সাবাহ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘ফ্রেন্ডস’ নাটকে অভিনয় করেন। এরপর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে অভিনয়ে সময় দিতে পারেননি। পরিবার থেকে অভিনয়ে বাধা ছিলো। তবে পড়াশুনায় ভালো করার কারণে পরিবার এ বাধা কেটে গেছে। সারিকার আগ্রহ আছে সিনেমায় অভিনয় করার। সারিকা বলেন, ‘গল্প এবং চরিত্র মনের মতো হলে সিনেমাতে কাজ করবো।’ সারিকা সাবাহ নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েসন শেষ করেছেন। সালেকুর রহমান শামীম ও রুবিনা রহমান দম্পতির একমাত্র সন্তান সারিকা সাবাহ। তার প্রিয় অভিনতো আফজাল হোসেন ও আফরান নিশো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।