নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
উইকেটের পেছনের অতন্দ্র প্রহরী হিসেবেই বরাবর দেখা গেছে মুশফিকুর রহিমকে। জাতীয় দলের হয়ে শুরু থেকেই আপাদমস্তক ব্যাটসম্যানের তকমা নিয়ে খেলে আসছেন তিনি। সেই মুশফিককেই এবার দেখা গেল বোলারের ভূমিকায়! বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলতে নেমে ৩ ওভার বোলিং করেছেন উত্তরাঞ্চলের হয়ে খেলা মুশফিক। যেখানে ১৭ রান খরচায় উইকেট শূন্য রয়েছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য এর আগেও বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের। এই ফরম্যাটে ১২ ওভার বোলিং করে একটি উইকেট পেয়েছেন মুশফিক। এবার আবারও বল হাতে দেখা গেল জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
এদিকে এই ম্যাচে ৮ উইকেটে হেরেছে পরাজয়ের মুশফিকের উত্তরাঞ্চল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।