Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশরাফুল-ইয়াসিরের ব্যাটে ফাইনালে পূর্বাঞ্চল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পৌঁছে গেছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন পূর্বাঞ্চল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাঈম ইসলামের উত্তরাঞ্চলকে ৮ উইকেটে হারিয়েছে তারা। উত্তরাঞ্চলের দেয়া ২১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ইয়াসির আলী চৌধুরীর সেঞ্চুরি এবং মোহাম্মদ আশরাফুলের হাফ সেঞ্চুরিতে সহজেই জয় তুলে নেয় পূর্বাঞ্চল।

প্রথম ইনিংসে ১৬৫ রান করা ইয়াসির দ্বিতীয় ইনিংসে রীতিমত টি-টোয়েন্টি মেজাজে খেলে সেঞ্চুরি তুলে নেন। ৫টি ছক্কা এবং ৮টি চারের সাহায্যে ৮৮ বলে ১১০ রান করেন তিনি। অপরদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ৮৬ বলে ৭০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এদিন ৫ উইকেটে ১৪৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা উত্তরাঞ্চল নাঈম হাসানের বোলিং ঘূর্ণিতে বেশিদূর যেতে পারেনি। ১২০ ওভারের মাথায় ২৬৯ রানে অলআউট হয় তারা। ফলে পূর্বাঞ্চলের সামনে ২১১ রানের লক্ষ্য নির্ধারিত হয়।

৫২ ওভার বোলিং করে ১০১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ১৯ বছর বয়সী অফ স্পিনার নাঈম। এছাড়া ৫৮ রান খরচায় ২ উইকেট নেন আরেক স্পিনার সাকলাইন সজীব। উত্তরাঞ্চলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে নাঈম হাসানের বোলিং ঘূর্ণিতে ২৭২ রানে অলআউট হয় উত্তরাঞ্চল। ১০৭ রান খরচায় ৮ উইকেট নিয়ে একাই প্রতিপক্ষকে ধ্বসিয়ে দেন স্পিনার নাঈম। তবে নাঈমের দিনেও উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম।

জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান খেলেন ১৪০ রানের অনবদ্য একটি ইনিংস। এরপর নিজেদের প্রথম ইনিংসে ইয়াসির আলী চৌধুরীর সেঞ্চুরি এবং অধিনায়ক ইমরুলের হাফ সেঞ্চুরিতে ৩৩১ রানের পুঁজি পায় পূর্বাঞ্চল। ১৫৩ বলে ৭৬ রানের ইনিংস খেলেন ইমরুল।

উত্তরাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ১১৫ রান খরচায় ৭ উইকেট শিকার করেন সানজামুল ইসলাম। ৭৫ রানে ৩ উইকেট নেন সঞ্জিত সাহা। পূর্বাঞ্চলের চেয়ে ৫৯ রানে পিছিয়ে থেকে খেলতে নামার পর ২৬৯ রানে গুটিয়ে যায় উত্তরাঞ্চল।

সংক্ষিপ্ত স্কোর :

উত্তরাঞ্চল প্রথম ইনিংস : ২৭২/১০ (৮২.৪ ওভার) (মুশফিক ১৪০, নাঈম ৩১; নাঈম হাসান ৮/১০৭, হাসান ২/৫০) ও দ্বিতীয় ইনিংস : ২৬৯/১০ (১২০.৩ ওভার) (অঙ্কন ৪৪; মুশফিক ৩৮; নাঈম ৫/১০১, সাকলাইন ২/৫৮)।

পূর্বাঞ্চল প্রথম ইনিংস : ৩৩১/১০ (১১৬.৩ ওভার) (ইয়াসির ১৬৫*, ইমরুল ৭৬; সানজামুল ৭/১১৫, সঞ্জিত ৩/৭৫) ও দ্বিতীয় ইনিংস : ২১১/২ (৩৪.৫ ওভার) (ইয়াসির ১১০, আশরাফুল ৭০*; সানজামুল ১/৬১)।

ফল : পূর্বাঞ্চল ৮ উইকেটে জয়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ