Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালের মেহেন্দিগঞ্জে ২ আসামি গ্রেফতার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৩৭ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতির মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
তারা হলেন- উপজেলার দড়িচর খাজুরিয়া এলাকার বাসিন্দা মৃত কাঞ্চন দেওয়ানের ছেলে নান্নু দেওয়ান (৩২) ও এলাকার আব্দুর রব দেওয়ানের ছেলে জলিল দেওয়ান (৩০)।
আজ সোমবার দুপুরে র‌্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার মেহেন্দীগঞ্জের দড়িচর খাজুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নান্নু দেওয়ান ও জলিল দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা নিজ এলাকাসহ আশপাশের এলাকায় হত্যা ও ডাকাতিসহ অন্যান্য অপরাধ করে আসছে। তাদের ভয়ে এলাকার লোকজন অতিষ্ঠ।
আসামি নান্নু দেওয়ান ও জলিল দেওয়ানের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় হত্যা ও ডাকাতিসহ তিনটি করে মামলা রয়েছে। র‌্যাবের ডিএডি শেখ মোফাচ্ছেল হক আসামিদের মেহেন্দীগঞ্জ থানায় ওয়ারেন্ট মূলে হস্তান্তর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ