Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শালিক উদ্ধারে দমকলবাহিনী

স্টাফ রিপোটার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ২:৪২ পিএম

দুইদিন ধরে বিদ্যুতের পিলারের তারের সাথে আটকে পড়েছিল শালিক পাখিটি। স্থানীয়দের নজরে পড়লে ফায়ার সার্ভিস ও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মীদের অবহিত করা হয়। ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় দমকল বাহিনী ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় পাখিটি উদ্ধার করে অবমুক্ত করা হয়। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে।
স্থানীয় সংবাদকর্মী জয় জানান, শনিবার ও রোববার শালিকটি পল্লী বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। সুমন নামের স্থানীয় বাসিন্দা প্রথমে দেখতে পায়। পরে আমরা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে অবহিত করি।
পল্লী বিদ্যুতের লাইন ম্যান জহিরুল ইসলাম বলেন, পাখিটির একটি পা ক্ষত হয়েছে। বিদ্যুতের তার থেকে সরিয়ে দেয়া হলে পাখিটি উড়ে যায়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, পাখির প্রতি মানুষের মমতা দেখে খুবই ভাল লেগেছে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পাখিটি উদ্ধারের চেষ্টা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দমকলবাহিনী

১৭ ফেব্রুয়ারি, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ