Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৫ পিএম

ভারত-পাকিস্তানের যে কোনো দ্বৈরথ মানেই অন্যরকম আমেজ। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ক্রীড়াঙ্গনেও এ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে যোগ হয় অন্য মাত্রা। এমনই এক লড়াইয়ে মাঠে নামে ভারত-পাকিস্তান। গতকাল (রোববার) রাত ৮টায় কাবাডি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান কাবাডি দল। লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৪৩-৪১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। বিজয়ী দলকে ১ কোটি পাকিস্তানী রুপি ও রার্নাসআপ দলকে ৭৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হয়েছে।

চিরশত্রু ভারতকে হারিয়ে খুশি পাকিস্তানের অধিনায়কসহ পুরা দেশ। ম্যাচ শেষে নিজের অভিব্যক্তি প্রকাশ করে কাবাডি দলের অধিনায়ক ইরফান মানা বলেন, ‘এই জয়টি শুধু খেলোয়াড় বা দলের নয়, পুরো দেশের। ভারতকে পরাজিত করার পরে যে বিজয় অর্জিত হয়েছে তার জন্য উত্তেজনা কাজ করছে।’

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সেমিফাইনালে মাঠে নামে ভারত ও পাকিস্তান। ভারত মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার এবং পাকিস্তান মুখোমুখি হয় ইরানের। অস্ট্রেলিয়াকে ৪২-৩২ পয়েন্টে হারায় ভারত এবং ইরানকে ৫২-৩০ ব্যবধানে হারায় পাকিস্তান।

প্রসঙ্গত, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি পায়নি ভারতীয় দল। পরে মন্ত্রণালয়কে না জানিয়েই পাকিস্তানে কাবাডি বিশ্বকাপ খেলতে যায় তারা। ওখানের হোটেলে উঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেওয়ার পর ভারতীয় মন্ত্রণালয় জানতে পারে তাদের খেলোয়াড়রা পাকিস্তানে কাবাডি বিশ্বকাপে অংশ নিতে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ