Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কের ব্রিজ ভাঙায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মো. গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে

দুপচাঁচিয়া উপজেলার জোহাল-মাটাই সড়কের ব্রিজটি আংশিক ভেঙে তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করছে। এতে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তরে দুপচাঁচিয়া-মোলামগাড়ী সড়কের মাঝের সংযোগ সড়কটি জোহাল-মাটাই সড়ক। উপজেলার চামরুল ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা এই জোহাল-মাটাই। এই জোহাল-মাটাইয়ে চামরুল ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ফলে এই সড়কের গুরুত্ব অনেক বেশি। এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহনসহ শত শত মানুষ চলাচল করে। এই সড়কের মাঝে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্মিত ব্রিজের আংশিক ভেঙে রডগুলো কঙ্কালের মতো বের হয়ে রয়েছে। প্রতিপক্ষ দুর্ঘটনা এড়াতে ভাঙা ব্রিজের দু’ধারে কোনো ব্যবস্থাও নেয়া হয়নি। এমনকি লাল পতাকা উড়িয়ে সতর্ককরণের ব্যবস্থাও নেই। ফলে বিভিন্ন যানবাহনসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে ব্রিজের এই ভাঙায় যানবাহন আটকে সড়কটিতে চলাচল বন্ধসহ দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে। এব্যাপারে গতকাল শনিবার চামরুল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ শাহ্জাহান আলীর সাথে যোগাযোগ করলে তিনি ‘দৈনিক ইনকিলাব’-কে জানান, জোহাল মাটাই এই সড়কটি এই ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদাসীনতার কারণে গুরুত্বপূর্ণ এই সড়কের ব্রিজটির আংশিক ভেঙে গেলেও তা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। একই সাথে তিনি জানান, তিনি শপথ নিয়ে পরিষদের তহবিল থেকে ব্রিজটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন। এব্যাপারে তিনি সংশ্লিষ্ট ঊর্ধŸতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপও কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়কের ব্রিজ ভাঙায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ