Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিজকে দলে ফেরার কারণ জানাল বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩০ পিএম

দীর্ঘদিন ধরেই বাজে ফর্মের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকলেও ছিলেন সাইড বেঞ্চে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকেও বাদ পড়েছিলেন এ পেসার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে। কারণ হিসেবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর পরামর্শ ও সাম্প্রতিক বিসিএলে তার পারফরম্যান্সে মুগ্ধ টিম ম্যানেজমেন্ট।

নান্নু বলেন, ‘কোচ এটা চিন্তা করেছিল কিন্তু এখন আমরা চিন্তা করছি বিসিএলেও যেভাবে ফিরে এসেছে এটা দুর্দান্ত। এখন চিন্তা করছি অবশ্যই তাকে লাল বলে বিবেচনা করা যায়। এটা আজকে সকালেই কোচের সাথে আমার কথা হয়েছে তখনই আমরা অন্তর্ভুক্ত করেছি।’

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলমান আসরে এখন পর্যন্ত তিন রাউন্ড খেলেছেন মুস্তাফিজ। তার দখলে রয়েছে ৭টি উইকেট। মুস্তাফিজের অন্তর্ভূক্তি প্রসঙ্গে নান্নু বলেন, ‘ওদের একটা আইডিয়া ম্যানেজমেন্ট অবশ্যই আমাদের দেবে এবং ঘরোয়া ক্রিকেটে সে খুব একটা ম্যাচ দেখেনি। মুস্তাফিজের পরপর দুটো বিসিএল ম্যাচ দেখেছি এবং সে আগের মতোই বল করেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ