Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইশ রান শান্তর ব্যাটে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট লিগে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে তিনি ২৫৩ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্তর। বাঁহাতি ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসে মধ্যাঞ্চলের সামনে জয়ের হাতছানি। আজ (শনিবার) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে ১২২ রানে তৃতীয় দিন শুরু করা নাজমুল ডাবল সেঞ্চুরিতে পৌঁছে যান লাঞ্চের পরে। তাকে আউটই করতে পারেনি দক্ষিণাঞ্চল। ক্রিজে ছিলেন সাড়ে ছয় ঘণ্টারও বেশি, ৩৯৬ মিনিট। ৩১০ বলের ইনিংসটা সাজানো ২৫ চার আর ৯ ছক্কায়। চার-ছক্কার জোয়ারে স্ট্রাইক রেটও দারুণ—৮১.৬১। পরিসংখ্যানেই পরিষ্কার, কতটা প্রাধান্য বিস্তার করেছেন দক্ষিণাঞ্চলের বোলারদের ওপরে।

২১ রানে দুই ওপেনারকে হারালেও নাজমুলের ব্যাটে পথ হারায়নি তার দল। নাজমুলকে যোগ্য সঙ্গ দিয়েছেন রাকিবুল হাসান (৩৯) আর জাবিদ হোসেন (৩৬)। তাই ৮ উইকেটে ৩৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের সংগ্রহ ২৩৫ রান। জবাবে ৪ উইকেটে ১১৪ রানে ইনিংস ঘোষণা করে বিস্ময়ের জন্ম দিয়েছে দক্ষিণাঞ্চল। প্রতিপক্ষের বোনাস পয়েন্ট ঠেকাতে এমন সিদ্ধান্ত নিয়ে দক্ষিণাঞ্চল অবশ্য বিপাকে।

৫০৭ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনশেষে তাদের স্কোর ১৫৯/৪। ওপেনার এনামুল হকের ৮৩ রানের পর লড়াই চালিয়ে যাচ্ছেন ৪৪ রানে অপরাজিত শামসুর রহমান। আগামীকাল (সোমবার) শেষ দিনে ৬ উইকেট হাতে নিয়ে ৯০ ওভার টিকে থাকতে পারবে দক্ষিণাঞ্চল?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ