Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেটে ফিরছেন ধোনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৫:১৯ পিএম

শেষবার মহেন্দ্র সিং ধোনিকে খেলতে দেখা গিয়েছিল ২০১৯ সালের ১০ জুলাই। প্রায় ৮ মাস পরে ক্রিকেটের বাইশ গজে ফিরতে চলেছেন এই ক্রিকেটার। গত বছরের ১০ জুলাই বিশ্বকাপ সেমিফাইনালে শেষবার খেলেছিলেন। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পরে আর ধোনিকে খেলতে দেখা যায়নি।

ভারতের সাবেক অধিনায়ককে নিয়ে তৈরি হয়েছে প্রবল জল্পনা। সুনীল গাভাস্কারের মতো সাবেক তারকা প্রশ্ন তুলেছেন ধোনিকে নিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ভারতের অন্যতম সফল ক্যাপ্টেনকে। যাকে নিয়ে এত কথা, সেই ধোনি অবশ্য নিজের অবসর বা মাঠে ফেরা নিয়ে একটি শব্দও খরচ করেননি এত দিন। গতকাল (শনিবার) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএল-এর সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী আইপিএলের প্রথম ম্যাচ ২৯ মার্চ।

সেই ম্যাচে চেন্নাই সুপার কিংসের সামনে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। সিএসকের রিমোট কন্ট্রোল হাতে থাকবে ধোনিরই। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী পর্যন্ত বলেছেন, এবারের আইপিএল ভারতীয় দলে ধোনির ভবিষ্যৎ স্থির করে দেবে। আইপিএলে ধোনি ভাল খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার নাম বিবেচিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের পেছনে ফের দাঁড়াতে দেখা যেতে পারে ধোনিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ