Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটাশ মাস পর জাতীয় দলে তাসকিন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৫:১১ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আগামী ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে এই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আটাশ মাস পর টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। সবশেষ ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় খেলেছেন তাসকিন। এরপর প্রায় আড়াই বছরেও আর টেস্ট দলে ফেরা হয়নি তার; জাতীয় দলের জার্সিতে ৫ টেস্টে ১০ ইনিংসে ৭ উইকেট শিকারি এই ডান হাতি পেসারকে নতুন করে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ দেওয়া হয়েছে।

মূলত সদ্য শেষ হওয়া পাকিস্তান সফরে সুযোগ দেওয়া হয়েছিল পেসার রুবেল হোসেনকে; কিন্তু নিজের সেরাটা দিতে ব্যর্থ হওয়ায় রুবেলের জায়গাতে সুযোগ পেয়েছেন তাসকিন। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। উত্তরাঞ্চলের হয়ে দুই ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট! ৭ ফেব্রুয়ারি সিলেটে তো দেখিয়েছেন কেন তিনি জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য; ৫৪ রানে নেন ৫ উইকেট!

এ দিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ সদস্যের দলে এসেছে বেশ পরিবর্তন; পাকিস্তানের সফরে স্কোয়াডে থাকা চারজনকে বাদ দেওয়া হয়েছে এই টেস্টে; তাসকিন ছাড়াও ঘোষিত এই দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদ।

টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, নাঈম হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ