Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিভারপুলের ‘মান’ বাঁচালেন মানে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫৬ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিভাপুলের অবস্থান শীর্ষে। আর প্রতিপক্ষ নরিচ সিটি আছে তলানিতে। শুধুমাত্র পয়েন্ট তালিকাই নয়। বর্তমানে ইয়ুর্গেন ক্লপের দলের বারুদে ফর্মের কারণে ম্যাচের আগেই আভাস মিলছিল একপেশে একটি ম্যাচের। কিন্তু না। খেলায় দেখা গেল সম্পূর্ণ ভিন্নচিত্র। নরিচ সিটির মাঠে পয়েন্টই হারাতে বসেছিল লিভারপুল। বদলি নেমে দলের মান বাঁচালেন সাদিও মানে। সেনেগালের এই ফরোয়ার্ডের গোলে শিরোপা জয়ের পথে ২৫ পয়েন্টে এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে নরিচের মাঠে শনিবার ১-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। বাকি ১২ ম্যাচের পাঁচটিতে জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই ১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা উঠবে ‘অল রেড’ নামে পরিচিত দলটির হাতে।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ, প্রতিআক্রমণ করেছে উভয় দলই। তবে নরিচ সিটির আক্রমণে ছিলনা প্রাণ। উল্টোদিকে লিভারপুলের গোছোলো আক্রমণও পরাস্থ করে দিচ্ছিল প্রতিপক্ষের রক্ষণরা। প্রথমার্ধ স্কোরলাইন ০-০। দ্বিতীয়ার্ধও কেটে যােচ্ছিল এভাবেই। শেষে বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৭৮তম মিনিটে গোল করে দলকে জেতালেন সাদিও মানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ