বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাস প্রতিরোধে যাত্রী সচেতনতায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে বসানো হয়েছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। গত শুক্রবার বিকেলে ইমিগ্রেশন ভবনে যাত্রী প্রবেশ দ্বারে এ বোর্ড স্থাপন করা হয়। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, যাত্রী প্রবেশ দ্বারে ডিসপ্লেতে সতর্কীকরণ লেখা দেখে যাত্রীরা যেমন সহজে বুঝতে পারবেন তাদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ আছে কিনা। তেমনি চিকিৎসকদেরও স্বাস্থ্য পরীক্ষায় সুবিধা হবে বলে জানা গেছে।’
ভারতীয় পাসপোর্টধারী যাত্রী রবীন্দ্রনাথ বলেন, ‘ইমিগ্রেশনে প্রবেশ পথে এ ধরনের সতর্কীকরণ ম্যাসেজের মাধ্যমে তারা সচেতন হচ্ছেন। কেউ শারীরিক অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।’
উল্লেখ্য, ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে প্রতিদিন এ পথে ৮ থেকে ১০ হাজার যাত্রী দু’দেশের মধ্যে যাতায়াত করে থাকে। গত ১৭ জানুয়ারি থেকে ১৫ ফেরুয়ারি পর্যন্ত ২৪ দিনে ৪৮হাজার ২০০ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এসব যাত্রীদের ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। এরা সবাই ছিল শঙ্কা মুক্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।