Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিশ্বজয়ী যুবারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৯:০২ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে রাজকীয় সংবর্ধনা শেষে সবাই গেছেন পরিবারের কাছে। স্বাভাবিকভাবে এখন তাদের ছুটিতেই থাকার কথা। কিন্তু না! জুনিয়র ক্রিকেটারদের ছুটিটা দীর্ঘ হলো না। তবে সবার জন্য নয়। ছুটি সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরতে হচ্ছে ছয় জুনিয়র টাইগারকে।

বিসিএলের তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল আকবর আলীর। তবে সেটা না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে ডাক পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী এ ক্যাপ্টেন। শুধু আকবর আলী নন। দলে থাকছেন তার পাঁচ সতীর্থ মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেনও।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিসিবি একাদশ দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপি-তে। বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ২২ ফেব্রুয়ারি। টেস্ট ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ