Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদের হাটের মিলনমেলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

শিশুকিশোরদের সংগঠন চাঁদের হাটের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এই মিলনমেলায় মিলনমেলায় অংশ নেন রফিকুল হক দাদাভাইসহ চাঁদের হাটের প্রতিষ্ঠালেগ্নর বন্ধু ও শুভাকক্সক্ষী। এ সময় ‘স্মৃতির বাতায়নে চাঁদের হাট’ নামের একটি বইয়ের সম্মিলিতভাবে মোড়ক উন্মোচন করা হয়। যেখানে স্থান পেয়েছে মিলনমেলার আয়োজক ফরিদুর রেজা সাগর, সাংবাদিক আলীমুজ্জামান হারু, ইমদাদুল হক মিলন, বইটির সম্পাদক লিজি রহমান ও হাসান হাফিজসহ ৬৫ জন চাঁদমনির স্মৃতিবিজড়িত লেখা। স্মৃতিচারণ করতে গিয়ে সাংবাদিক সাইফুল আলম বলেন, ‘চাঁদের হাটের সাহিত্য পাতা থেকে শুরু করে সাংগঠনিক অবকাঠামো ছিল স্মরণ করার মতো। চাঁদের হাটকে সারা বিশ্বে টিকিয়ে রেখেছেন যে মানুষটি তিনি ফরিদুর রেজা সাগর। এ জন্য পঞ্চাশ বছর পরেও আমরা এক হতে পেরেছি।’ শাহ আলমসহ যেসব চাঁদ মনিবন্ধুরা চিরতরে হারিয়ে গেছে তাদের স্মৃতির স্মরণে বইটি উৎসর্গ করা হয়েছে। সময় প্রকাশ থেকে প্রকাশিত বইটি মুদ্রণ করেছে ইমপ্রেস প্রিন্টিং প্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুকিশোর

১৬ ফেব্রুয়ারি, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ