Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন টেইলর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৮:০১ পিএম

বাংলাদেশের বিপক্ষে প্রায় এক মাসের লম্বা সফর করতে ঢাকা পৌঁছেছে জিম্বাবৃুয়ে দল। টা্তইগারদের বিপক্ষে একটি টেস্ট তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন। আজ (শনিবার) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল পৌনে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রোডেশিয়ানরা।

বাংলাদেশে এসে নিজের লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর, ‘আমরা পুরোপুরি তৈরি। প্রথমত ভালো লাগছে আরও একবার বাংলাদেশে আসতে পেরে। এখানটাকে আমরা আমাদের দ্বিতীয় দেশ বলে থাকি। আমরা এখানকার কন্ডিশন জানি। দেশে আমরা দুটো ভালো টেস্ট খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে। দুটোই পাঁচদিনে গেছে। অনেক ইতিবাচক ব্যাপার ছিল সেখানে। আশা করছি এই টেস্টেও তেমনটা দেখা যাবে।’

বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এক মাস ব্যপ্তিকালের এই সিরিজের শুরুটা হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। যেখানে সফররত জিম্বাবুয়ে খেলবে বিশ্বকাপজয়ী টাইগার অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটার এবং ৫ জন বিকেএসপির ক্রিকেটারদের সমন্বয়ে গড়া দলের বিপক্ষে। এই প্রস্তুতি ম্যাচ জিতে সিরিজ শুরু করেত আশাবাদী রোডেশিয়ান দলপতিস টেইলর।

'হ্যাঁ গত বছর সিলেটে জিতেছিলাম।... আর বাংলাদেশের ব্যাপারে যেটা বলব পাকিস্তানের সঙ্গে হারার পর তারা শক্তভাবে ফিরে আসতে চাইবে।... আমরা আন্ডার নাইনটিনকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখলাম। কাজেই তাদের গভীরতা আছে। তারা বেশ ভাল দল। আমাদের সেরাটা দিয়ে লড়তে হবে।'

শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত খেলে বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজ নিজেদের করে নিতে বেশ আত্মপ্রত্যয়ী টেইলর। গেল সিরিজের সাফল্য কাজে লাগিয়ে এই সিরিজেও সেটার প্রতিফলন দেখাতে চান তিনি। সেই সাথে রয়েছে পরিচিত উইকেট কন্ডিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ