Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আলেমদের দেখানো পথে সমাজ পরিচালিত হলে সমাজে সন্ত্রাস দুর্নীতি থাকবেনা- আল্লামা আব্দুল হালিম বোখারী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৭:২৩ পিএম

শাইখুল হাদিস আল্লামা আব্দুল হালিম বোখারী বলেন, আলেমরাই সমাজের ইমাম। আলেমদের দেখানো পথে সমাজ পরিচালিত হলে সমাজে সন্ত্রাস দুর্নীতি থাকবেনা।

তবে কিছু কিছু আলেমও আবার স্বার্থপরতার পরিচয় দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে থাকে। ইহুদী ও কাদিয়ানীরা কৌশলে ওই সব আলেমদের দিয়ে ইসলাম বিরোধী প্রচারণা চালাচ্ছে।

কক্সবাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী ইসলামী সম্মেলনে শাইখুল হাদিস আল্লামা আব্দুল হালিম বোখারী একথা বলেন।
আজ বাদ আছর থেকে ইসলামি সম্মেলন সংস্থার তত্ত্বাবধানে দুইদিনের এি সম্মেলন শুরু হয়।
সম্মলনে ভারতের সৈয়দ আশহাদ মাদানী প্রধান বক্তা এবং মুফ্তি আরশাদ রহমানী ও মাওলানা তৈয়ব, আল্লামা জুনাইদ আল হাবিব, ও মাওলানা আব্দুল বাসেত খান মাহফিলে বক্তব্য রাকবেন বলে জানান আয়োজকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ