Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএমইডিতে যৌন নির্যাতন বন্ধে কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:১৮ পিএম

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) যৌন নির্যাতন বন্ধের লক্ষ্যে তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। আইএমইডি সূত্র জানায়, বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ কমিটি গঠন করা হয়।

আইএমইডির যুগ্মসচিব ড. আসমা আক্তার জাহানকে আহবায়ক, ফাতিমা-তুজ-জোহরা ঠাকুরকে সদস্য সচিব এবং উপ-পরিচালক উপমা আকতারকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য (আইএমইডি সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহর অবগতির জন্য) চিঠির একটি কপি আইএমইডির অতিরিক্ত সচিব ও সচিবের একান্ত সচিবকে প্রদান দেয়া হয়েছে।

একই উদ্দেশ্যে চিঠির একটি অনুলিপি আইএমইডির যুগ্মসচিব ড. আসমা আক্তার জাহান, উপ-পরিচালক উপমা আকতার, সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম, উপ-পরিচালক ফাতিমা-তুজ-জোহরা ঠাকুরকে প্রদান করা হয়েছে।

এছাড়াও বিষয়টি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করেছে আইএমইডি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ