Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে আচার ও ঝাল চানাচুর খেয়ে প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ২:৩০ পিএম

বিদ্যালয় চত্বরে আচার বিক্রেতার আচার ও ঝাল চানাচুর খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী।
আচার খেয়ে বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে ১১ শিক্ষার্থীকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আচার বিক্রেতা ইমান আলীকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ জানান, আচার বিক্রেতা ইমান আলী প্রতিদিন বিদ্যালয় চত্বরে আচার ও ঝাল চানাচুর বিক্রি করেন। শনিবার সকালে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ওই আচার বিক্রেতার নিকট আচার কিনে খাওয়ার পর পেট ব্যাথা ও বমি বমি অনুভব করতে থাকে। পরে তাদেরকে দ্রæত নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা
হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) রওশন কবির জানান, আচার বিক্রেতাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আল আমিন মাসুদ জানান, ফুড পয়জনিং নিয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা এখন কিছুটা শংকামুক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অসুস্থ

২১ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ