Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে স্বাধীনতা নারী শক্তির সম্মেলন সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

স্বাধীনতা নারী শক্তির সম্মেলন গতকাল শুক্রবার নগরীর আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে সম্পন্ন হয়। চট্টগ্রাম মহানগরীর বন্দর-পতেঙ্গার সংসদ সদস্য চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ সংগঠনটির প্রতিষ্ঠাতা। সম্মেলনে জানানো হয়, জনকল্যাণমূলক কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেয়াই স্বাধীনতা নারী শক্তির লক্ষ্য।
সংগঠনকে গতিশীল করতে গত ১১ জানুয়ারি শুরু হওয়া নগরীর নয়টি ওয়ার্ডভিত্তিক ধারাবাহিক সম্মেলন গতকাল সফলভাবে সম্পন্ন হয়। ৩৬ হাজার সদস্য নিয়ে সম্মেলন শুরু হয়ে সদস্য সংখ্যা বর্তমানে ৭৫ হাজারে উন্নীত হয়েছে। শিগগির স্বাধীনতা নারী শক্তির সদস্য লক্ষাধিক হবেন এ আশাবাদ ব্যক্ত করেন এমপি লতিফ।
সংগঠনের পরিচালক আমেনা বেগম মিনার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, নারী শক্তির নেত্রী অধ্যাপিকা বিবি মরিয়ম, গুলনাহার বেগম, রুবি আকতার, শাহনাজ বেগম, শাহীনুর আক্তার, গোলতাজ বেগম, পারভিন আক্তার সোনিয়া, মোহছেনা আকতার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী শক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ