Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিম্মত থাকলে সংবিধানে মদিনা সনদ লিখে দেখান

চট্টগ্রামে সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে চাই- আপনি বলেছেন মদিনা সনদে দেশ চালাবেন। হিম্মত থাকলে সংবিধানে মদিনা সনদ লিখে দেখান। আপনি কি বঙ্গবন্ধুর চার নীতি অনুসরণ করে দেশ চালাবেন না কি মোস্তাক-জিয়া-এরশাদ-খালেদার পথ ধরে দেশ চালাবেন ?
তিনি গতকাল শুক্রবার লালদীঘি মাঠে সিপিবির চট্টগ্রাম বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ক্ষমতার লোভে খালেদা জিয়ার মতো শেখ হাসিনাও জনগণের অধিকার কেড়ে নিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অজনপ্রিয় হয়ে পড়ে এবং ক্ষমতা আঁকড়ে রাখার জন্য ২০১৪ সালের ৫ জানুয়ারি এমন নির্বাচন করেন, যেখানে ১৫৪ জন বিনা ভোটে নিবাচিত হন। পরেরবার তিনি ফন্দি পাল্টালেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ ডিসেম্বর করে ফেললেন।
এই সরকারের লালিত কিছু কুলাঙ্গার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশে সম্পদ পাচার বন্ধ করার জন্য একাত্তর সালে যদি অস্ত্র হাতে নিয়ে মুক্তিসংগ্রাম ন্যায়সঙ্গত হয়, একইভাবে মুক্তিসংগ্রামের নতুন অধ্যায় রচনা করাও জনগণের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে।
এতে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহআলম বক্তব্য রাখেন। সিপিবির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মৃণাল চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ল²ী চক্রবর্তী ও আবদুল্লাহ আল কাফী রতন প্রমুখ।

 



 

Show all comments
  • MD Borhan Uddin ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১:৩৮ এএম says : 0
    বামদের কে বামেরাই ক্ষমতায় আসতে দিবেনা। আর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কল্পনাও করবেনা।
    Total Reply(0) Reply
  • ** হতদরিদ্র দীনমজুর কহে ** ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১:৪১ এএম says : 0
    সিপিবি অন্তত আর যাই হোক তেল পানি গুলিয়ে ফেলার রাজনীতি করেনা।তা হলে মোজাহিদুল সেলিম সাহেবরা দু'চারটা সীট পেতেন।জীবনে শেষ দিন পর্যন্ত নীতি কথা ও আদর্শ সমুন্বত রেখে যাবেন।
    Total Reply(0) Reply
  • জাহিদ খান ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১:৪২ এএম says : 0
    কথায় কথায় মদিনা সনদের উদাহরণ কেন দেন বুঝি না, ‍মুসলিম হলেও তো আপনাদের উদ্দেশ্য মানবরচিত বিধান প্রতিষ্ঠা করা!!!
    Total Reply(0) Reply
  • চাদের আলো ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১:৪৩ এএম says : 0
    এখন তো মদিনা সনদেই দেশ চলছে। কোনো সমস্যা নেই।
    Total Reply(0) Reply
  • নীল আকাশ ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১:৪৪ এএম says : 0
    ধন্যবাদ কমরেড, এবার নিজেরা একটু জনসমর্থন বাড়ান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবিধান

৪ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ