Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় নদীর চর থেকে অবৈধভাবে মাটিকাটার ট্রলি ও এক্সেভেটর মেশিন জব্দ

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৬ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটায় বালু ভর্তি ট্রলি ও এক্সেভেটর মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

১৪ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিলীমা রায়হানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নিলীমা রায়হানা জানান , দীর্ঘদিন ধরে একটি মহল অবৈধভাবে শীতলক্ষ্যা নদীর চর থেকে মাটি বালু উত্তোলন করে আসছিল। দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে উত্তোলন করা এক ট্রলি মাটি সহ দুটি ট্রলি ও একটি এক্সেভেটর মেশিন জব্দ করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন।
উত্তোলনকৃত মাটি ভর্তি ট্রলি কাপাসিয়া উপজেলা প্রশাসনের কাছে রাখা হয় এবং এক্সেভেটর মেশিন টি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গাফফার এর জিম্মায় রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাটিকাটার ট্রলি ও এক্সেভেটর মেশিন জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ