Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আতিকুর সভাপতি এহতেশামুল মহাসচিব

ইসলামী ছাত্রসমাজের নির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি বলেছেন, দেশে গণতন্ত্রের নামে স্বৈরতান্ত্রিক শাসন চলছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ব্রা²ন্যবাদী শক্তি ইসলাম দেশ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চালাচ্ছে। এই মুহূর্তে সকল দেশপ্রেমিক ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্রসমাজের মজলিস শুরা ও কেন্দ্রীয় কর্মপরিষদের যৌথ অভিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আব্দুল খালেক নেজামী, প্রিন্সিপাল আব্দুর রহমান চৌধুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মুফতী দ্বীনে আলম হারুনী, মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, ও মাওলানা বুরহানুদ্দীন আল রাজি।
অধিবেশনে সর্বসম্মতিক্রমে আতিকুর রহমান সিদ্দিকীকে সভাপতি এহতেশামুল হক সাখীকে মহাসচিব করে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভাপতি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ