Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের অধিকার নেই বঙ্গবন্ধুর নাম নেয়ার

গণফোরামের সমাবেশে বক্তারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আওয়ামী লীগকে বিদায় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেছে গণফোরাম। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে আয়োজিত এক সমাবেশে দলের নেতা এ অঙ্গিকার ব্যক্ত করেন। গণফোরাম নেতারা বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ তাদের চরিত্র হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগের কর্মকান্ড নষ্ট হয়ে গেছে। এই নষ্ট আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেওয়ার কোনও অধিকার নেই।

সমাবেশে বক্তব্য রাখেন গণফোরামের কার্যনির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী ও অধ্যাপক আবু সাইয়িদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন, যুব সদস্য সচিব মাহামুদুল্লাহ মধু প্রমুখ।
সরকারের উদ্দেশে গণফোরামের কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, আপনারা নিজের কাছে নিজেই প্রশ্ন করেন, কত বড় অপরাধ করছেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে এবং তার আদর্শের সঙ্গে। শুধু মুখেই বলেন, কার্যত বঙ্গবন্ধুর কোন কাজটি আপনারা করছেন?

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমরা চেয়েছিলাম জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আপনাদের (আওয়ামী লীগ) বিদায় করবো। ২০১৮ সালে আপনি (শেখ হাসিনা) বলেছিলেন আমি বঙ্গবন্ধু কন্যা, আমি নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় থাকবো না। অথচ আপনি দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় বসেছেন, তাকে অপমান করেছেন। তাই বঙ্গবন্ধুর নাম নেওয়ার কোনও অধিকার আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ একটি নষ্ট দল। এই দলকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত এই সরকারকে বিদায় করতে না পারবো, ততদিন গণফোরামের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি অভিযোগ করেন, আপনারা এখন জনগণের রক্ত চুষছেন। আপনাদের কোনও মায়া-দয়া নেই। সরকার আমাদের সবকিছু পাগলা হাতির মতো তছনছ করে দিচ্ছে। আমাদের প্রশাসন ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছে। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করে নষ্ট করেছে।
সুব্রত চৌধুরী বলেন, সরকার ক্ষমতা দখল করে দীর্ঘস্থায়ী করার পাঁয়তারা করছে এবং দেশের সম্পদ লুট করে চলছে। মুজিববর্ষ পালনের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করে জাতির সঙ্গে তামাশা করছে। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, তাহলে তিনিও লজ্জা পেতেন।
সমাবেশ থেকে বিশ্বকাপ জয়ী অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানায় গণফোরাম।



 

Show all comments
  • শহিদসিকদার ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২০ এএম says : 0
    বক্তা ঠিক বলেছেন,তবে গণফোরাম নিজে নিজেকে ভরসা করতে পারেনা।ধৈর্য রাজনৈতিক অংগনে সবচাইতে বড় একটি গুন।যাহা এ দলে নেই। আওয়ামী লীগ অনেক ভুল করে/ করতেছে এগুলোকে নিয়ম ও দেশের ককল্যাণের দিকে নজর রেখেই সামাধা করতে হ।
    Total Reply(0) Reply
  • শহিদ সিকদার ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২১ এএম says : 0
    বক্তা ঠিক বলেছেন,তবে গণফোরাম নিজে নিজেকে ভরসা করতে পারেনা।ধৈর্য রাজনৈতিক অংগনে সবচাইতে বড় একটি গুন।যাহা এ দলে নেই। আওয়ামী লীগ অনেক ভুল করে/ করতেছে এগুলোকে নিয়ম ও দেশের ককল্যাণের দিকে নজর রেখেই সামাধা করতে হ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণফোরাম

২৯ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ