Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষক ছাত্রলীগ নেতা ববিতে অবাঞ্ছিত

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও কুয়াকাটায় আবাসিক হোটেলে রেখে ধর্ষণ মামলায় অভিযুক্ত বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক দুই সন্তানের জনক বনি আমিন এখনও গ্রেফতার হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বনি আমিনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তাকে গ্রেফতারের দাবিতে গতকাল পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন বরিশাল নারী শিশু নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি।

বনি আমিনকে অবাঞ্ছিত ঘোষণা করে গতকাল একদল শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে মানববন্ধন করেছেন। পরে তাদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। তারা বনি আমিনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।
নারী-শিশু নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক পুষ্প চক্রবর্তী জানান, তাদের একটি প্রতিনিধি দল গতকাল পুলিশ কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা করে বনি আমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, নিজের ভাতিজির বান্ধবী একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে কুয়াকাটায় আবাসিক হোটেলে ২ দিন রেখে ধর্ষণের অভিযোগে বনি আমিনের বিরুদ্ধে গত রোববার বরিশাল বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে ওই ছাত্রীর মা। দুই সন্তানের জনক বনি আমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মচারী পদে চাকরির পাশাপাশি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

মহানগর পুলিশের ডিসি (সদর) আবু রায়হান মোহাম্মদ সালেহ সাংবাদিকদের জানান, বনি আমিনকে গ্রেফতারের চেষ্টা এবং মামলার তদন্ত চলছে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন জানিয়েছেন, বনি আমিনের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ