পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাহাড় কাটার দায়ে এবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএর ঠিকাদারী প্রতিষ্ঠানকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। তার আগে একই অপরাধে সিডিএকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়। শুনানি শেষে বুধবার অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক মোয়াজ্জম হোসাইন স্পেকট্রা ইঞ্জিনিয়ার্সকে পাঁচ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা জানান, নগরীর বায়েজিদ থেকে ফৌজদারহাট এলাকায় লিংক রোড নির্মাণ করছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স। তারা সিডিএর প্রকল্পের অধীনে তৈরি করা রোডের বাইরে গিয়ে পাহাড় কেটে ও ঝর্ণা ভরাট করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করেছে। গত ৪ ফেব্রæয়ারি পরিবেশ অধিদপ্তরের একটি দল সরেজমিনে গিয়ে পাহাড় কাটা ও ঝর্ণা ভরাটের প্রমাণ পান শুনানিতে হাজির হতে নোটিশ দেন।
এর আগে বায়েজিদ লিংক রোড করতে গিয়ে অনুমোদনের বাইরে পাহাড় কাটার অপরাধে সিডিএকে গত ২৯ জানুয়ারি ১০ কোটি টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের দাবি প্রকল্প প্রস্তাবাবনায় যত ঘনফুট পাহাড় কাটার অনুমোদন তারা নিয়েছিল বাস্তবে তার চেয়ে ৬৯ হাজার ২১৯ দশমিক ৭০২ বর্গফুট বেশি কেটেছে। যে এঙ্গেলে কাটার কথা ছিল সেভাবে না কেটে ৯০ ডিগ্রি এঙ্গেলে খাড়াভাবে কেটেছে। ফলে যে কোনো মুহূর্তে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।