বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে প্রতিপক্ষ ছাত্রদের হমলায় তিন পরীক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে ঢুকে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র কাইয়ুম,বেল্লাল, মিরাজ, হাসান, আরাফাত, কালাম ওই পরীক্ষার্থীর কাছে ফোন নম্বর চায়। তখন কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্ররা প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালায়। হামলায় পরীক্ষার্থী আলিম জোমাদ্ধার, সজিব হাওলাদার, ফাতেমা আকতার আহত হয়।
আহত আলিম জমাদ্দার জানান, আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় আমাদের উপর ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা হামলা চালায়।
পরীক্ষা কেন্দ্রের সচিব প্রধান সেলিম খান জানান, হামলাকারী ছ্ত্রাদের অভিভাবক ডেকে বহিস্কার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।