Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরল রেকর্ডের সামনে টেইলর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ৫:১৬ পিএম

নি:সন্দেহে বিরল মাইলস্টোন। সন্দেহ নেই। এমন এক নজির, যা ক্রিকেটবিশ্বের আর কারও নেই৷ আগামী ২১ ফেব্রুয়ারি ওয়লিংটনে তেমনই এক বিশ্বরেকর্ড গড়তে চলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর৷

ক’দিন আগে বে ওভালে ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে অনবদ্য এক মাইলস্টোন স্থাপন করেন টেইলর৷ নিউজিল্যান্ডের প্রথম ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামার সেঞ্চুরি করেন তিনি৷ অর্থাৎ মাউন্ট মাউনগানুইয়ে ভারতের বিরুদ্ধে সেই ম্যাচটি ছিল টেইলরের ক্যারিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ৷ তাঁর আগে আর কোনও কিউই ক্রিকেটার ১০০টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেননি৷ এবার টেইলর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই ১০০ ম্যাচ খেলার মাইলস্টোন স্থাপন করতে চলেছেন৷ ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামলেই টেলর ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটেই দেশের হয়ে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন৷

এটা এমন এক রেকর্ড, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই৷ টেইলর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ৯৯টি টেস্টে৷ তিনি ইতিমধ্যেই ২৩১টি ওয়ানডে খেলেছেন৷ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১০০টি৷ ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আরও যে দু’জন ক্রিকেটার ১০০ ম্যাচ খেলেছেন তাঁদের কেউই ১০০ টেস্টের মাইলস্টোনে পৌঁছননি৷

পাকিস্তানের শোয়েব মালিক ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন৷ ওয়ানডে খেলেছেন ২৮৭টি৷ তবে মাত্র ৩৫টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন তিনি৷ ভারতের রোহিত শর্মা খেলছেন ১০৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি৷ তার খেলা ওয়ানডে ম্যাচের সংখ্যা ২২৪৷ তবে মাত্র ৩২টি টেস্টে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ