Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পাকিস্তানে খেলা নিরাপদ নয়’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০০ পিএম

ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহান বলেছেন, বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক সাপে-নেউলের মতো। এখন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন চলছে। এ অবস্থায় ইন্দো-পাক দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজন সম্ভব নয়। সেই পরিপ্রেক্ষিতে চেতন বলেন, এ মুহূর্তে পাক-ভারত সিরিজ আয়োজন করা সম্ভব নয়। কারণ দুই দেশের মধ্যে দা-কুমড়া সম্পর্ক বিদ্যমান। এ ছাড়া পাকিস্তানে খেলা নিরাপদ নয়। ক্রিকেট নিয়ে নমনীয় নয় সেখানকার সন্ত্রাসীরা। দেশটিতে যতদিন জঙ্গিগোষ্ঠী থাকবে, ততদিন পাক ব্রিগেডের বিপক্ষে ভারতের খেলা সম্ভব নয়।

দলটির সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ মাঠে গড়ানো উচিত। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে যত বেশি খেলা হবে, তত ক্রিকেটই উপকৃত হবে। খেলাটির স্বার্থেই মেন ইন ব্লু এবং মেন ইন গ্রিনদের ময়দানি লড়াই চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ