Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে দোকানগুলোতে মেষ মুহূর্তে উপচেপড়া ভীড়

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের হরেক রকম দোকানে শেষ মুর্হূতে উপচে-পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কেনাকাটার শেষ বেলায় তরুণ-তরুণীরা সেলুন ও বিউটি পার্লারে নিজেকে ভালভাবে সাজগোজ করে নিচ্ছে। ছেলেরা সেলুনে গিয়ে চুল-সেভ শরীরকে বিভিন্ন ভাবে মেকাপ করে নিচ্ছে। মেয়েরা বিউটি-পার্লারে গিয়ে হাতে মেহেদী ও চুল বিভিন্ন ভাবে কেটে নিচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। অন্যদিকে ইমিটেশনের দোকান হতে মেয়েরা হরেক রকমের জিনিষপত্র ক্রয় করছে। বাড়ির সংসারের প্রধান ব্যক্তিরা শেষ মুর্হূতে বাজার মশলা তৈলসহ প্রয়োজনী দ্রবাদ্রি ক্রয় করছে। গফরগাঁও পশু হাসপাতাল রোডের মেসার্স রীম মনিহারী স্টোরের মালিক মোঃ আজিম উদ্দিন (আজিম) জানান, বিগত কয়েক বছরের মধ্যে এবারের প্রথম লম্বার ছুটি হওয়ার ফলে ঈদের আনন্দ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে লোকজন কেনাকাটা করছে। এবারের রমজানে কোন ধরনের জিনিষপত্রের দাম বৃদ্ধি পায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গফরগাঁওয়ে দোকানগুলোতে মেষ মুহূর্তে উপচেপড়া ভীড়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ